জামায়াত-বিএনপির হরতাল অবরোধে প্রভাব ফেলেনি মুন্সীগঞ্জে
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
জামায়াত-বিএনপির হরতাল অবরোধে প্রভাব ফেলেনি মুন্সীগঞ্জে
শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জামাত-বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে প্রশাসন ও আওয়ামীলীগ নেতারা সোচ্ছার রয়েছে। জনজীবন স্বাভাবিক আছে। মুন্সীগঞ্জ জেলায় বিএনপির হরতাল অবরোধ, নেই বললেই চলে। মুন্সীগঞ্জ আওয়ামীলীগ হরতাল অবরোধরে বিরদ্ধে সোচ্চার রয়েছে। সারাদেশে কোন কোন জেলায় দুই একটি বাসে অগ্নিসংযোগ করলেও মুন্সীগঞ্জে হরতাল অবরোধের প্রভাব পরতে দেয়নি মুন্সীগঞ্জ প্রশাসন ও আওয়ামীলীগ নেতারা। জেলার ৬ উপজেলায় প্রশাসন ও আওয়ামীলীগ নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানাগেছে। মুন্সীগঞ্জের জনজীবন স্বাভাবিক রয়েছে বলে জানান এলাকার সাধারন জনগন। তবে পুলিশের অবস্থান চোখে পরারমত রয়েছে। মুন্সীগঞ্জ জেলায় জামায়াত-বিএনপি কোন অপকর্মের সুযোগ পাচ্ছেনা। মুন্সীগঞ্জ আওয়ামীলীগ নেতারা ও প্রশাসন জামায়াত-বিএনপিকে একবিন্দুও ছাড় দিতে নারাজ। কারন ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের নামে জ্বালাও পোড়াও আন্দোলন করে ১পুলিশ নিহতসহ প্রায় ১শত জন পুলিশকে আহত করেছে বিনা উস্কানিতে। মুন্সীগঞ্জের আওয়ামীলীগ নেতাকর্মীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অস্থিশিল পরিবেশ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে তারা। এব্যাপারে মুন্সীগঞ্জ প্রশাসন ও আওয়ামীলীগ নেতারা জানান, বিএনপি-জামায়াত জনগনের জানমালের ক্ষতিতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের কোন ছাড় দেওয়া যায়না। তবে এব্যাপারে বিএনপির একাধিক পলাতক নেতারা জানান, মুন্সীগঞ্জে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তাজাখবর২৪.কম: ঢাকা বুধবার, ০৮ নভেম্বর ২০২৩, ২৩ কার্তিক ১৪৩০,২৩ রবিউছছানি ১৪৪৫