শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রমেশ সরকার,তাজাখবর২৪.কম,শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। রোববার সন্ধ্যায় লংগরপাড়া বাজারে তাদের নির্বাচনী কার্যালয়ে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করেছেন। এতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী দুলাল মিয়া ভাটি লংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোড়পূর্বক ব্যালটে সীল মেরে নেওয়ার পরিকল্পনা করিতেছে। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রাথী রফিকুল ইসলাম উত্তর খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোড় পূর্বক সীল মারার হুমকি প্রদর্শণ করতেছে। তিনি সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সাংবাদিক সম্মেলনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী দুলাল মিয়া বলেন, আমার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা যে অভিযোগ এনেছেন তাহা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আগামীকাল ৫ জানুয়ারী বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে তারা এমন অপপ্রচার চালাচ্ছে। তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২,২০ পৌষ ১৪২৮,৩০ জমাদিউল আউয়াল ১৪৪৩