বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা, দেবর গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ পিএম  (ভিজিট : )
বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা, দেবর গ্রেপ্তার

বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা, দেবর গ্রেপ্তার

তাজাখবর২৪.কম,খুলনা: খুলনার পাইকগাছায় রাশিদা বেগম (৩৪) নামে বিধবা নারীকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নিহত রাশিদা বেগম উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর মেঝ ছেলে মৃত এনামুল গাজীর বিধবা স্ত্রী।এ ঘটনায় দেবর মফিজুল গাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লিচু গাছ থেকে রাশিদার লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে লাঠি জাতীয় কিছু দিয়ে ক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

স্থানীয়দের ধারণা, রাতের যে কোনো সময় রাশিদাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি লিচু গাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুলকে (৩৮) ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করে।

নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানায়, গভীর রাতে তার মাকে তার কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়। এরপর এ ঘটনা ঘটে।এ বিষয়ে পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তবে বিষয়টি সন্দেহজনক। এরপরও হত্যা নাকি আত্মহত্যা তা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনবিার, ১৩ ডসিম্বের ২০২৫, ২৮শে অগ্রহায়ণ ১৪৩২,২১ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝