প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,টেকনাফ: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকার জন্য কক্সবাজারের টেকনাফে কনটেন্ট তৈরি করতে গিয়ে নিজের মোটরসাইকেল পুড়িয়ে ফেলেছেন শাহ আজম নামে এক যুবক। রোববার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হ্নীলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে শাহ আজম ও তার সহযোগীরা জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজন করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—আজমের বন্ধু সেলিম মোটরসাইকেলে পেট্রোল ঢালছেন এবং আজম মশাল হাতে দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যেই আগুন লেগে মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তারা সরে গিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে পাশে থাকা কয়েকজন যুবক পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় পাশে থাকা একটি ব্যাডমিন্টন কোর্টে আগুন দিয়ে ‘30 Years’ শব্দটি সাজানো হয় তার জন্মদিন উপলক্ষে।ঘটনার পর ভিডিওবার্তায় শাহ আজম দাবি করেন, ভুলবশত আগুন ধরে গেছে। এমন ঝুঁকিপূর্ণ ট্রেন্ড অনুসরণ না করার জন্য সবাইকে অনুরোধ করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কনটেন্ট নির্মাতা বেলাল হোসেন পুরো ঘটনাটি ধারণ করছিলেন।ঘটনাস্থলে উপস্থিত আরেক ক্রিয়েটর লোকমান বলেন, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ‘থটস অব বিল্লাল’-এর ভিডিও দেখে অনেকে অন্ধ অনুকরণে ঝুঁকিপূর্ণ কাজ করছেন। এমন কনটেন্ট বানাতে গিয়ে আজম ভাই, বেলাল আর সেলিম জীবন হারাতেও পারত।
এরআগে, গত ২৮ নভেম্বর ময়মনসিংহের গৌরপুরে ‘শীতকালীন কনটেন্ট’ বানাতে গিয়ে আলোচিত নির্মাতা আল আমিন দগ্ধ হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এদিকে স্থানীয়ভাবে আলোচনায় এসেছে যে, আগামী হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শাহ আজম।নিজের প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন মানবিক সহায়তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
জানা যায়, শাহ আজম ২০১৯ সালে টেকনাফে আত্মসমর্পণ করা ১০২ জন আত্মস্বীকৃত মাদক কারবারির একজন। দুই বছর কারাবাসের পর মুক্তি পেলেও ২০২১ সালের মে মাসে এক লাখ ইয়াবাসহ তাকে ফের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যমতে, মাদকসহ বিভিন্ন অপরাধে তার নামে একাধিক মামলা রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২,১৬ জুমাদাস সানী, ১৪৪৭