৩০ বছর পর প্রাক্তন স্ত্রীর সঙ্গে জুটিতে প্রসেনজিৎ!
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম  (ভিজিট : )
দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ছবি: সংগৃহীত

দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: টালিউডে দীর্ঘদিনের অপেক্ষার পর নস্টালজিয়ার মুহূর্ত আসতে চলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন, তার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়-এর সঙ্গে পর্দায় আবার দেখা যাবে ‘প্রাক্তন’ সিনেমার সিক্যুয়ালে। এ ছাড়াও এই সিনেমায় থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যা সিনেমাটিকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি লেহরেঁ নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে সুখবরটি জানান প্রসেনজিৎ। অনুষ্ঠানে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী কি না? উত্তরে প্রসেনজিৎ বলেন, বিচ্ছেদের সময় আমার বয়স ছিল ২০-২১। আমার হৃদয় ভেঙেছিল তা নয়, আসলে আমি বড্ড লজ্জিত ছিলাম। যে কী করে মুখ দেখাবো, লোকে কী বলবে। এখন বিষয়টা তেমন নয়।

প্রসেনজিৎ আরও বলেন, বিচ্ছেদ হলেও এখন আমরা বন্ধু। তাই আমি ওর সঙ্গে কাজ করতে পুরোপুরি প্রস্তুত। শিবু-নন্দিতা ‘প্রাক্তন ২’ করতে চান-আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে নিয়ে।

টালিউডে সবচেয়ে জনপ্রিয় জুটি মনে করা হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। পর্দায় এ জুটি ভাঙার পর ১৪ বছরের দীর্ঘ বিরতি শেষে‘প্রাক্তন’নির্মাণ করেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সে ধারাবাহিকতায় এবার নির্মাতারা দীর্ঘ ৩০ বছরের বিরতি ভেঙে পর্দায় আনতে চান প্রসেনজিৎ-দেবশ্রী জুটি।

ছোটবেলার বন্ধু দেবশ্রী ও প্রসেনজিৎ অনেকটা না বুঝেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। যে কারণে বিয়ের তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। ১৯৯৫ সালে বিচ্ছেদের পর তারা আর সিনেমায় একসঙ্গে কাজ করেননি। এ জুটির সর্বশেষ অভিনীত সিনেমা ‘উনিশে এপ্রিল’।বিচ্ছেদের ৩০ বছর পর রুপালি পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রীর সিনেমা হবে যুগান্তকারী পুনর্মিলন? এখন শুধু অপেক্ষা সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২,২৬ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝