তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা অবশেষে প্রকাশ করলেন তাদের নবজাতকের প্রথম ঝলক। বুধবার দম্পতি ইনস্টাগ্রামে শেয়ার করেন ছেলের ছবি, সঙ্গে জানান তার নাম ‘নীর’।ছবির যৌথ ক্যাপশনে তারা লেখেন, জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম- তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’— শুদ্ধ, পবিত্র, অনন্ত।
অক্টোবরের ২০ তারিখ প্রথম সন্তানের জন্মের খবর জানান পরিণীতি। শুরু থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন তারকার ছেলেকে দেখার জন্য। নাম ও ছবি প্রকাশ পাওয়ায় আনন্দে ভাসছেন তারা।এর আগে সন্তান জন্মের ঘোষণা দিতে গিয়ে পরিণীতি লিখেছিলেন, অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালের ১৩ মে আনুষ্ঠানিকভাবে বাগদান করেন পরিণীতি ও রাঘব। একই বছরের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের বহু তারকা উপস্থিত ছিলেন সেই জমকালো অনুষ্ঠানে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২,২৬ জুমাদাল উলা, ১৪৪৭