তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ক্যারিয়ারের এক গৌরবময় মুহূর্ত। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে মুশফিক পেয়েছেন বিশেষ সম্মাননা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করতে নানা আয়োজন করেছে। গ্যালারিতে সমর্থকরা মুশফিকের ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন, অনেকেই তার জার্সি ধারণ করে এ আনন্দে অংশ নেন। ম্যাচ শুরুর আগে মুশফিক সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশ করেন এবং সবাই তাকে সম্মানের সাথে দাঁড়িয়ে অভিনন্দন জানান।
শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দেন হাবিবুল বাশার। যিনি ২০০৫ সালে মুশফিকের অভিষেক টেস্টে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। এছাড়া, জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও তাকে একটি বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মুশফিককে প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সই করা জার্সিও উপহার হিসেবে দেন।মুশফিকুর রহিমের এই বিশেষ দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২,২৬ জুমাদাল উলা, ১৪৪৭