আসন্ন বিপিএলে খেলবেন না তামিম ইকবাল। ছবি: ক্রিকইনফো
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। অর্থাৎ বিপিএলের এই আসরে খেলা হচ্ছে না তারকা ক্রিকেটারের। সোমবার (১৭ নভেম্বর) বিপিএলের গভার্নিং কাউন্সিলের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।
৯ আসর পর বিপিএলে আবার ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতি। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে হবে নিলাম। তবে সেই নিলামের এক সপ্তাহ আগেই ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীসকে নিজের নাম সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন তামিম।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তামিম বলেন, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।’
বিপিএলের নিলাম থেকে তামিমের সরে যাওয়া অবশ্য খুব একটা বিস্ময়কর কিছু নয়। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা তামিমের ফিটনেসের বেশ অবনতি হয়েছে। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার একটা গুঞ্জন থাকলেও বিসিবি নির্বাচন সংক্রান্ত ব্যস্ততায় সেটা হয়ে ওঠেনি। এছাড়া গত মার্চে প্রিমিয়ার লিগ খেলার সময় মাঠের মধ্যে হার্ট অ্যাটাক করায় স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থেকেই যাচ্ছে তামিমকে নিয়ে।
তবে মাস দুয়েক আগেই এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি। ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিও পাকাপাকি ছিল তার। দলটির কর্তাব্যক্তিদের সঙ্গেও তামিমের সম্পর্ক বেশ মধুর। তবে বিসিবির সঙ্গে শীতল সম্পর্কের জেরে শেষমেশ বরিশাল ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএল থেকে নিজেদের প্রত্যাহার করে। সে কারণেই তামিমের মধ্যেও বিপিএল খেলার খুব একটা আগ্রহ নেই বলে ধারণা করা যাচ্ছে। উল্লেখ্য, বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলের গত দুই আসরে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তামিম।
রাজনৈতিক কারণে গত আসর থেকেই বিপিএলে খেলতে পারছেন না সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজা। এবার তামিম ইকবাল সরে গেলে রঙ হারাতে পারে বিপিএল। পঞ্চপাণ্ডবের মধ্যে ফিট থাকলে একমাত্র মুশফিকুর রহিমের বিপিএল খেলা নিশ্চিত। ডেঙ্গুর কারণে মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। অনুশীলনে ফিরলেও তার বিপিএলে খেলা নিয়ে শঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ ,২৪ জুমাদাল উলা, ১৪৪৭