প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম (ভিজিট : )
আবুধাবি টি-টেন।ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আসন্ন আবুধাবি টি-টেন লিগে আরও এক বাংলাদেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হলো। সাকিব আল হাসান ও সাইফ হাসানের পর এবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া তথ্য থেকে তার খেলার বিষয়টি নিশ্চিত হয়।এর আগে টি-টেন লিগে সি ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। কিন্তু বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এই পেসারের এবারের আসরে খেলা হচ্ছে না।
এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ‘রয়্যাল চ্যাম্পস’। ড্রাফটের আগেই দলটি সাকিব আল হাসানকে দলে ভেড়ায়। সাকিবের সঙ্গে একই দলে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও জেসন রয়ের মতো আন্তর্জাতিক তারকারা।ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নেয় ‘অ্যাসপিন স্ট্যালিয়ন্স’। দুর্দান্ত ফর্মে থাকা সাইফ দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।৮ দলের এবারের টি-টেন লিগ শুরু হবে আগামী ১৮ নভেম্বর। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। বাংলাদেশের তিন তারকার অংশগ্রহণে এবারের আসরে দেশি ভক্তদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২,২৩ জুমাদাল উলা, ১৪৪৭