প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম (ভিজিট : )
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:বিপিএল ফিক্সিং মামলায় জড়িত সন্দেহভাজন ক্রিকেটারদের নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিস্কার অবস্থান জানা গেছে।বুলবুল বলেছেন, আমরা এক চুলও নড়িনি। কোনো রিপোর্ট গায়েব করিনি। যারা ফিক্সিংয়ের অভিযোগে জড়িত, তাদের শাস্তি, মওকুফ ইত্যাদি প্রক্রিয়া চলছে। আমরা তাদের পূর্ণ এখতিয়ার দিয়েছি। একটা কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। কাজ চলার সময় আমি কিছু বলতে চাই না।বিপিএলের ১২তম আসর চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে। ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে এবং ১৯ ডিসেম্বর থেকে খেলা মাঠে গড়াতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে বিসিবির গভর্নিং কাউন্সিল।
এছাড়া নারীদের ক্রিকেট উন্নয়নে বিসিবির বর্তমান অবস্থা নিয়ে বুলবুল জানান, “বিসিবিতে এখন পর্যন্ত নারী ডিরেক্টর নেই, নারী উইংয়ে নারী কর্মীও কম। আমরা জেন্ডার ইকুইলিটির জন্য কাজ করছি। কন্সটিটিউশন পরিবর্তনের ক্ষমতা আমার নেই, তবে পরিবর্তন হলে নারী পরিচালক নেওয়ার জন্য আমি খুব খুশি হব।বিসিবি নীতিমালা অনুসারে ফিক্সিং নিয়ে জটিলতা সমাধানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানান তিনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২,১৮ জুমাদাল উলা, ১৪৪৭