নাসিম শাহ'র বাসায় দুর্বৃত্তের হামলা
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম  (ভিজিট : )
পাকিস্তানের পেসার নাসিম শাহ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেসার নাসিম শাহ। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। তবে সিরিজ শুরুর ঠিক আগে বড় এক দুর্ঘটনা ঘটে গেল পাকিস্তানের পেসার নাসিম শাহ'র বাসায়। পাকিস্তানের এই পেসারের বাসায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেছে।সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেট লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা পাকিস্তানের ড্রেসিংরুমে উদ্বেগ তৈরি করেছে।

নাসিমের বাড়ির গেইট লক্ষ করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার পর পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না, তা জানা যায়নি। তবে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং ওই কর্মকর্তা দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে কোনো প্রভাব ফেলেনি এবং ফাস্ট বোলার দলের সঙ্গেই আছেন। তিনি পুরো সিরিজে অংশ নেবেন।আজ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে ম্যান ইন ব্লুরা। 

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২,১৯ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝