২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম  (ভিজিট : )
টি-টোয়েন্টি বিশ্বকাপ।ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ।ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজনের গুরুত্বপূর্ণ ধাপ ভেন্যু নির্ধারণের কাজ সম্পন্ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এবারের আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। মোট আটটি ভেন্যুতে হবে ম্যাচগুলো এর মধ্যে ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি মাঠে গড়াবে খেলা।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে কলম্বোর দুটি মাঠ এবং ক্যান্ডি শহরে।টুর্নামেন্টের উদ্বোধন হবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। সূচি চূড়ান্ত করার আগে অংশগ্রহণকারী দেশগুলোর মতামতও নেওয়া হচ্ছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসির নেওয়া ‘নিরপেক্ষ ভেন্যু’ নীতি এবারও কার্যকর থাকবে। অর্থাৎ, পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ফাইনালও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।ফরম্যাটেও থাকছে কোনো পরিবর্তন নেই। আগের মতোই ২০ দল নিয়ে হবে বিশ্বকাপ। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনালে নির্ধারিত হবে বিশ্ব চ্যাম্পিয়ন।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও ইতোমধ্যে কোয়ালিফাই করেছে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ সাত দল,আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।বাছাইপর্ব পেরিয়ে এবারের আসরে খেলবে জিম্বাবুয়ে, নেপাল, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।উল্লেখ্য, ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোট আট ভেন্যুতে হবে ম্যাচ। ফেব্রুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হবে আসর। পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২,১৬ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝