প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল। সেখানে অংশ নেবে দক্ষিণ আমেরিকা ফুটবলের দুই পরাশক্তি— ব্রাজিল ও আর্জেন্টিনা। স্বাগতিক দেশ হিসেবে খেলবে বাংলাদেশ।টুর্নামেন্টটির আয়োজন করছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল)। দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের দল গঠন করা হবে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে। আর্জেন্টিনা ও ব্রাজিল দলেও খেলবে দেশ দুটির সাবেক ফুটবলাররা। ব্রাজিলের হয়ে মাঠে দেখা যাবে কিংবদন্তি কাফুকে।মাঝ মাঠ থেকে অবিশ্বাস্য এক শট নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। বল গিয়ে জায়গা করে নিয়েছিল জালে। সেই রেকর্ড এখন অব্দি ভাঙতে পারেননি কোনো ফুটবলার। এবার ব্রাজিলিয়ান সেই কিংবদন্তি ফুটবল খেলতে আসছে বাংলাদেশ।
শুধু কাফু একাই নয়, তার সঙ্গে আসছে সাবেকদের নিয়ে গড়া ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ফুটবল দল। সাবেকদের খেলা হলেও সেখানে আমেজ তৈরি করবে নিজ নিজ দেশের জার্সি গায়ে মাঠে নামা। আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ফুটবলের ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে নিজ দেশের জার্সি পড়ে খেলার অনুমোদন দেওয়া হয়েছে।প্রতিযোগীতায় প্রত্যেক দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সুপার কাপের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম বরাদ্দ নেওয়া হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২,১৫ জুমাদাল উলা, ১৪৪৭