প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম (ভিজিট : )
শেরপুরে দেশী মদের দোকানে নৈরাজ্য: সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চলছে বেচাকেনা
তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুর জেলার সদরের একমাত্র দেশী মদের দোকানে চলছে চরম নৈরাজ্য। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দোকান মালিক তার ইচ্ছা মতো বিক্রয় কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।স্হানীয় সূত্রে জানা যায়, ৫০০মিলি লিটার কেরু কোম্পানির মদের বোতল বিক্রি করা হচ্ছে ৭ শত টাকায়, যার সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশী। এ ছাড়াও দোকান মালিক নিজ উদ্যোগে লুজ বাংলা মদ পানি মিশিয়ে বোতল জাত করে ২৫০ মিলি লিটার বোতল ৩ শত টাকায় বিক্রি করছেন।দোকানটিতে দেশী মদ বিক্রির জন্য প্রয়োজনীয় কোনো অবকাঠামো নেই।নেই সাইনবোর্ড বা স্বাস্থ্য সম্মত পরিবেশ।দোকানের ভেতরে মদ পান কারিরা যেখানে মদ পান করছেন, যেখানেই মল-মুত্র ত্যাগ করছেন।
এতে সৃষ্টি হচ্চে অস্বাস্থ্যকর ও দূর্গন্ধযুক্ত পরিবেশ।এবিষয়ে স্হায়ীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দিন ভূইয়া এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কেরু কোম্পানির ও লুজ, দেশী মদ বিক্রয় মূল্য আমার জানা নেই এবং অস্বাস্থ্যকর পরিবেশ বিষয়টি খতিয়ে দেখবো।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২,১৪ জুমাদাল উলা, ১৪৪৭