কক্সবাজার সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন উত্তরা ভালুকা সমিতি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:২১ পিএম  (ভিজিট : )
কক্সবাজার সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন উত্তরা ভালুকা সমিতি

কক্সবাজার সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করলেন উত্তরা ভালুকা সমিতি

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: প্লাস্টিক বর্জ্যের হাত থেকে পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং এসব বর্জ্য কিভাবে সাগর ও নদ-নদীর জীববৈচিত্র্যের ক্ষতি করছে, তা তুলে ধরতে কক্সবাজারে সৈকতে দূষণের কারণ ও প্রভাববিষয়ক জনসচেতনতা কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তরা ভালুকা সমিতির নেতৃবৃন্দরা।১ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে সৈকতের সুগন্ধা সৈকত পয়েন্ট থেকে কলাতলী পয়েন্টে ১২০ জনের বেশি স্বেচ্ছাসেবী প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজে অংশ নেন। সৈকত থেকে তাঁরা সামুদ্রিক বর্জ্য অপসারণ করেন। এসব বর্জ্যের মধ্যে প্রধান ছিল খাবারের মোড়ক, প্লাস্টিকের তৈরি পানীয়ের বোতল, বোতলের ঢাকনা, প্লাস্টিকের ব্যাগ, তৈজসপত্র, এর ঢাকনা ইত্যাদি। প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং উপকূলীয় এলাকা রক্ষা করার জন্য ঢাকা উত্তরা ভালুকা সমিতি কাজ করেছে।

জানা গেছে, উত্তরা ভালুকা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিন্ন ধর্মীয় এক কর্মসূচি পালন করে মানুষকে উদ্বুদ্ধ করে এতে সমিতির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রহিম সাংবাদিকদের বলেন, উত্তরা ভালুকা সমিতি সব সময় দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে কক্সবাজার থেকে শুরু করে দেশ বাঁচাও পরিবেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা শুধু কক্সবাজারে নয় দেশে এবং বিদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা কর্মসূচি পালন করে যাব। সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারের পরিবেশ অধিদপ্তর পরিবেশ মন্ত্রণালয় তারা উত্তরায় ভালুকা সমিতির পাশে থেকে পরামর্শ এবং সহযোগিতা করবে তাহলে উত্তরা ভালুকা সমিতি আরো ভালোভাবে দেশের পরিবেশ রক্ষায় কাজ করতে সক্ষম হবে। 

তিনি আরও বলেন কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। এটি আমাদের মূল্যবান জাতীয় সম্পদ। কিন্তু আবর্জনা এই সুন্দর সৈকতের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমাদের সবার একত্রে কাজ করতে হবে।’ অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উত্তরা ভালুকা সমিতির সভাপতি আতিক গোল্লা বাহার সোহেল, সাধারণ সম্পাদক জান্নাতুল করিম, কায়ছার আহমেদ,কাজল, রহিম, নিজাম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।এসময় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পরিবেশবাদী রাকিবুল ইসলাম রিপন পরিস্কার ও পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। 

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২,৯ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝