ঘরের মাঠে বার্সেলোনাকে রুখে দিলো ক্লাব ব্রুজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৪০ এএম  (ভিজিট : )
বার্সেলোনাকে রুখে দিলো ক্লাব ব্রুজ।

বার্সেলোনাকে রুখে দিলো ক্লাব ব্রুজ।

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমেরে শুরুটা ভালো করতে পারেনি বার্সেলোনা। লা লিগায় এল ক্লাসিকোতে হেরে রিয়ালের থেকে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে। এবার চ্যাম্পিয়নস লিগেও হোঁচট খেল কাতালানরা। গতিময় ফুটবলে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ক্লাব ব্রুজ। 

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে প্রথম সুযোগেই এগিয়ে যায় ব্রুজ। ষষ্ঠ মিনিটে কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডি খুঁজে নেন জাল। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি।এক মিনিট পর প্রায় একইভাবে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা। ফের্মিন লোপেসের ক্রসে ছুটে গিয়ে বল জালে পাঠান ফেররান তরেস। একাদশ মিনিটে লোপেসের বাঁকানো শট দূরের পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।ছয় মিনিট পর ফের এগিয়ে যায় ব্রুজ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত ফোর্বস। ব্রুজের ডি বক্সের আশেপাশে প্রচুর খেলোয়াড় থাকায় শট নেওয়ার জায়গা পাচ্ছিলেন না বার্সেলোনার খেলোয়াড়রা। 

৪৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের চমৎকার থ্রু বলে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে আসায় তার কেবল শট লক্ষ্যে রাখতে পারলেই হতো।দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে লোপেস ও ইয়ামালের দুটি শট কোনোমতে ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন ব্রুজ গোলরক্ষক নুরদিন ইয়ার্কাস। ৬০তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল। 

ডি বক্সের বাইরে বল পেয়ে দুই জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। ফিরতি পাস পেয়ে পায়ের কারিকুরিতে আরও দুই জনকে এড়িয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন ইয়ামাল। ৬২তম মিনিটে ব্রুজকে ফের এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন ফোর্বস। খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।পরের মিনিটেই অবশ্য আবার দলকে এগিয়ে নেন তিনি। হান্স ফানাকেনের রক্ষণচেরা পাস পেয়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে বাম দিকের পোস্ট ঘেঁষে জালে বল পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। ৭৭তম মিনিটে সৌভাগ্যের গোলে তৃতীয়বারের মতো সমতা ফেরায় বার্সেলোনা। ইয়ামালের বলে মাথা ছুঁয়ে দেন খ্রিস্তোস জোলিস। একটু উঁচুতে উঠে দিক পাল্টে বল চলে যায় জালে!

যোগ করা সময়ের প্রথম মিনিটে স্ট্যান্সনির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান রোমিও ভেরমন্ট। তবে ভিএআর মনিটরে দেখে ফাউল দেন রেফারি। স্লাইড করার সময় বার্সেলোনা গোলরক্ষককে ফাউল করেছিলেন ভেরমন্ট। বাকি সময় বল পায়ে রেখে কোনোমতে কাটিয়ে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রুজ।চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ। চার ম্যাচে টানা জয়ে যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২,১৪ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝