প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম (ভিজিট : )
মোহাম্মদ সালাউদ্দিন।ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শেষ করেই তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।পরে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, সালাউদ্দিন ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করা হবে।২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশ দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন সালাউদ্দিন। পরে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেন। ২০২৪ সালের নভেম্বরে আবারও জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান তিনি, যা তার দ্বিতীয় দফা ছিল।
সম্প্রতি ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। সালাউদ্দিনের চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি আগেই পদত্যাগ করেছেন।এই পদত্যাগ ক্রিকেট অঙ্গনে হঠাৎ হলেও তা আলোচনা সৃষ্টি করেছে। আয়ারল্যান্ড সিরিজের পর তার কোচিং অধ্যায় শেষ হচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২,১৩ জুমাদাল উলা, ১৪৪৭