শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে বিসিবির বার্তা
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম  (ভিজিট : )
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। আর তাদের স্মরণের এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে থাকে দেশের মানুষ। তাই এই দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৪ ডিসেম্বর) একটি ফেসবুক পোস্টে বিসিবি জানায়, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে পরাজয় অনিবার্য জেনে পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সেই তালিকায় শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক থেকে শুরু করে ছিলেন কবি ও সাহিত্যিকরাও। রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।এই জঘন্য হত্যাকাণ্ডের একদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটিতে গোটা জাতি বিনয় এবং শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২,২২ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝