প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম (ভিজিট : )
এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামিকে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতানো লিওনেল মেসি ২০২৫ সালের এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার জিতেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুম এই পুরস্কার জেতার কীর্তি গড়লেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।এমএলএসে মেসির আগে আর একজনই দুইবার এমভিপি পুরস্কার জিতেছিলেন। প্রেদাগ রাদোসাভলিয়েভিচ ১৯৯৭ ও ২০০৩ সালে এই পুরস্কার জিতেছিলেন।
ইন্টার মায়ামির অধিনায়ক ২০২৫ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জেতেন এবং দলকে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে প্লে-অফে জায়গা করে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্টও করেছেন মেসি।এই আর্জেন্টাইন কিংবদন্তি ফরোয়ার্ড এমএলএস ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি একাধিক মৌসুমে (২০২৪ ও ২০২৫) অন্তত ৩৬টি গোলে অবদান রেখেছেন।
ইন্টার মায়ামির অধিনায়ক হাভিয়ের মাশচেরানো বলেন, 'পুরো মৌসুম জুড়ে সে ছিল অসাধারণ— সংখ্যায় যেমন, প্রতিশ্রুতিতেও তেমন।'প্লে-অফেও মেসি ছয় গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন। গত ৬ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মায়ামি।
এমভিপি জিতে মেসি বলেন, 'এটা ছিল দীর্ঘ বছর— অনেক ম্যাচ, অনেক ভ্রমণ— কিন্তু একই সঙ্গে ক্লাবের জন্য ঐতিহাসিক এক বছর, প্রথমবারের মতো আমরা এমএলএস কাপ জিতেছি। এটা দুর্দান্ত ক্লাব, এখনও বেশ তরুণ, আর আমরা যা অর্জন করেছি তা ছিল অসাধারণ, খুব বিশেষ।'মেসি মোট ভোটের ৭০.৪৩ শতাংশ পেয়ে আন্দার্স ড্রেয়ার, ডেনিস বুয়াঙ্গা, এভান্ডার ও স্যাম সারিজকে পেছনে ফেলে এমভিপি হয়েছেন। মিডিয়া, খেলোয়াড় ও ক্লাব— তিন পক্ষই ভোটে অংশ নেয়। তিনি মিডিয়ার ভোটের ৮৩.০৫ শতাংশ, খেলোয়াড়দের ভোটের ৫৫.১৭ শতাংশ এবং ক্লাবের ভোটের ৭৩.০৮ শতাংশ পেয়ে অন্য সবার চেয়ে অনেক এগিয়ে ছিলেন।
২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ক্লাবটিকে এনে দিয়েছেন লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স’ শিল্ড, এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড এবং সর্বশেষ এমএলএস কাপ।ব্যক্তিগতভাবে তিনি জিতেছেন ২০২৩ নিউকামার অব দ্য ইয়ার, ২০২৫ গোল্ডেন বুট এবং ২০২৪ ও ২০২৫ এমএলএস এমভিপি।এমএলএসের কমিশনার ডন গার্বার বলেন, 'আমি মনে করি, ও সব ইউনিকের সেরা— ইউনিকর্নেরও ইউনিকর্ন। ওর মস্তিষ্ক খেলার ব্যাপারে যে ভাবে কাজ করে, তা আর কারও নয়। জয়ের ক্ষুধা ও তীব্রতাই তাকে ইতিহাসের সর্বকালের সেরা বানিয়েছে। অনেকেই প্রতিযোগিতামূলক, কিন্তু তার মধ্যে আছে বিশেষ এক সত্তা— জিততে যা দরকার, তা সে জানে, সে করে।'ট্রফির বিচারে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৪৭টি ট্রফি জিতেছেন মেসি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ট্রফির হাফ সেঞ্চুরি পূর্ণ করার সুযোগ তার সামনে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২,১৮ জুমাদাস সানী, ১৪৪৭