রোকেয়া পদক পেয়ে যা বললেন ঋতুপর্ণা চাকমা
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম  (ভিজিট : )
রোকেয়া পদক পেয়ে যা বললেন ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

রোকেয়া পদক পেয়ে যা বললেন ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপে (২০২২, ২০২৪) টানা দুইবারের শিরোপাজয় এবং প্রথমবারের মতো এশিয়ান কাপে মূলপর্বে জায়গা পাওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা। জাতীয় দলের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার তাকে একুশে পদক দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট চার নারী এই পদকে ভূষিত হয়েছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটি নানা কর্মসূচিতে পালন করছে সরকার।

পদক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা বলেন, সব পুরস্কারই সম্মানের, তবে এটার গুরুত্বটা আলাদা। এটা জাতীয় স্বীকৃতি। আমি মনে করি, এই পুরস্কার দেশের নারীদের আরও বেশি অনুপ্রেরণা দেবে।২০২১ সালে জাতীয় দলে অভিষেক হয় ঋতুপর্ণার। লাল–সবুজ জার্সিতে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৩ গোল করেছেন। ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছেন টুর্নামেন্টসেরা। এ বছর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান বাছাইয়ে জাতীয় দলের হয়ে করেছেন সর্বোচ্চ ৫ গোল।

জাতীয় দলে ওঠার পথ মোটেও সহজ ছিল না তার জন্য। মা ভূজোপতি চাকমা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। ২০১৫ সালে বাবা বরজ বাঁশি চাকমার মৃত্যুতে অল্প বয়সেই পরিবারে বড় দায়িত্ব এসে পড়ে তার ওপর। ২০২২ সালের জুনে বিদ্যুৎস্পর্শে মারা যান ছোট ভাই পার্বণ চাকমা। ব্যক্তিগত একের পর এক দুঃসহ ক্ষতির মাঝেও মাঠে অনবদ্য পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করছেন ঋতুপর্ণা। 

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২,১৭ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝