প্রেমিকাকে পর্বতের ওপর নিয়ে গিয়ে মাঝরাতে ফেলে পালাল প্রেমিক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার গ্রোসগ্লকনার পর্বতের ওপর ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। যেখানে এক দক্ষ পর্বতারোহী নিজের প্রেমিকাকে ঠান্ডায় ফেলে রেখে পালিয়ে গেছেন। ৩৩ বছর বয়সী কার্স্টিন গুর্টনার ও ৩৬ বছর বয়সী থমাস প্লামবার্গার দীর্ঘদিন ধরে পাহাড়ে চূড়ায় ছিলেন। তারা দুজনই একই সময়ে অস্ট্রিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গ্রোসগ্লকনার অভিযানে গিয়েছিলেন। 

তবে, যাত্রার শুরুতে দেরি হওয়ায় এবং তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মধ্যরাতে যখন তারা মাত্র ১৫০ ফুট দূরে ছিল পর্বতের চূড়ো থেকে, তখন কার্স্টিন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন এবং শীত থেকে বাঁচার জন্য কম্বল ও বিভুয়াক স্যাকের প্রয়োজন পড়ে।

অভিযোগ রয়েছে, থমাস প্লামবার্গার কাছে ওই সময়ে সেই সরঞ্জামগুলি ছিল, কিন্তু তিনি তা কার্স্টিনকে না দিয়ে একা রেখে নেমে আসেন। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কার্স্টিনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে থমাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিক পর্বতারোহণ সমাজের মধ্যেও ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২,২০ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝