সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম  (ভিজিট : )
সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে সৌদি আরবের উত্তরপূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে। ভূমিধসের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। ভূমিধসে গর্ত হয়ে যাওয়া সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা।সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বর্তমানে নতুন করে ভূমিধসের কোনও ঝুঁকি নেই। বিশেষজ্ঞ উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে বৈরী আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ মক্কা অঞ্চলের কয়েকটি গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম)। এই বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনসিএম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৈরী আবহাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মক্কা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় তুমুল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের সৃষ্টি হতে পারে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জনসাধারণকে সতর্ক থাকার ও সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।এদিকে, শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড় আঘাত হেনেছে। এতে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বেশ কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২,১৬ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝