কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ এএম  (ভিজিট : )
কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড। ছবি: সংগৃহীত

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:সীমান্তে নতুন উত্তেজনার জেরে প্রতিবেশী কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার ভোরে চং এন মা পাস এলাকায় কম্বোডীয় সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালায় থাই প্রতিরক্ষা বাহিনী।থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি এক বিবৃতিতে জানান, হামলার লক্ষ্য ছিল কম্বোডীয় সেনাদের আর্টিলারি ও মর্টার মজুতকেন্দ্র যেগুলো থাই সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে ব্যাংকক।তিনি আরও জানান, রোববার কম্বোডীয় বাহিনীর হামলায় একজন থাই সেনা নিহত ও দু’জন আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে।

অন্যদিকে কম্বোডীয় সেনা সদরদফতরের আইএসপিআর এক পৃথক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই বিমান বাহিনী তাদের সেনা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয় গত কয়েকদিন ধরে থাই বাহিনী ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে, আর সোমবারের হামলাও সেই ধারাবাহিকতার অংশ।

এ হামলায় কম্বোডিয়ার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার দুপুর ২টা ১৫ মিনিটে সি সা কেত প্রদেশের থাই সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে দু’জন থাই সেনা আহত হন। এরপর পাল্টা গুলি চালায় থাইল্যান্ড। প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় সংঘাত।

পরে উত্তেজনা বাড়লে সীমান্তবর্তী থাইল্যান্ডের চার প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত ও উবন রাতচাথানি—থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাই কর্তৃপক্ষ। সিএনএনের তথ্য অনুযায়ী, সীমান্তের কাছাকাছি বসবাসকারী প্রায় ৭০ শতাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববারই থাইল্যান্ড জাতিসংঘে অভিযোগ জানায়, কম্বোডিয়া গোপনে বড় এলাকা জুড়ে থাই ভূখণ্ডে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে, যেগুলোর বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিল ব্যাংকক।
অল্প সময় পরই সি সা কেত সীমান্তে নতুন সংঘাত শুরু হয় দু’দেশের সেনাদের মধ্যে।

সীমান্ত-ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাইয়ে সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া। টানা পাঁচ দিনের সংঘাতে ৩২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছিলেন। বাস্তুচ্যুত হয়েছিলেন দুই লাখের বেশি মানুষ।পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপে যুদ্ধবিরতি শুরু হলেও রোববারের সংঘাত সেই শান্তি-সমঝোতাকে নতুন করে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২,১৬ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝