শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি।তিনি আরও বলেন, আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ ,২৪ জুমাদাল উলা, ১৪৪৭