তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঘর পাচ্ছেন বৃদ্ধা বিমলা হাজং
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম  (ভিজিট : )
নেত্রকোনার কলমাকান্দায় ঘর পাচ্ছেন বৃদ্ধা বিমলা হাজং। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় ঘর পাচ্ছেন বৃদ্ধা বিমলা হাজং। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,নেত্রকোনা: স্বামী-সন্তানহারা অসহায় বৃদ্ধা বিমলা হাজং (৭৭), কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামে ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা এবং ঝড়-বৃষ্টিতে যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকা ছোট্ট সেই কুঁড়েঘরই ছিল তার শেষ আশ্রয়। কোনোরকম মাথা গুঁজে দিন-রাত কাটাতেন সেখানে।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশ হলে বিমলা হাজংয়ের অসহায়ত্বের বিষয়টি নজরে আসে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের।

তিনি আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিমলা হাজংয়ের জন্য ব্যক্তিগত উদ্যোগে নতুন একটি ঘর নির্মাণের উদ্যোগ নেন। রোববার (১৬ নভেম্বর) সেই ঘর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০ নভেম্বর তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হবে।

স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার এবং একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২,২৩ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝