প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম (ভিজিট : )
ফাইল ছবি
তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।রোববার (১০ নভেম্বর) ২০২৫; ২৫ কার্তিক, ১৪৩২ বাংলা; ১৮ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি।চলুন দেখে নিই আজকের নামাজের সময়সূচি—
> ফজর- ৪:৫৩ মিনিট।
> জোহর- ১১:৪৬ মিনিট।
> আসর- ৩:৩৯ মিনিট।
> মাগরিব- ৫:১৮ মিনিট।
> ইশা- ৬:৩৪ মিনিট।
> আজ সূর্যাস্ত- ৫:১৫ মিনিট।
> আজ সূর্যোদয়- ৬:১০ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।
যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।
তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২,১৮ জুমাদাল উলা, ১৪৪৭