প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মন যে বোঝে না’
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম  (ভিজিট : )
‘মন যে বোঝে না’ সিনেমার দৃশ্যে শুভ ও তমা। ছবি: সংগৃহীত

‘মন যে বোঝে না’ সিনেমার দৃশ্যে শুভ ও তমা। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: নির্মাণের এক যুগ পর ছুটির দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেল ঢালিউড সিনেমা 'মন যে বোঝে না'। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা।শুক্রবার (৭ নভেম্বর) দেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। হলগুলো হলো ঢাকার আজাদ সিনেমা, পান্থপথ স্টার সিনেপ্লেক্স, ঢাকা ক্যান্টমেন্টের সৈনিক ক্লাব সিনেমা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও দিনাজপুরের মর্ডান সিনেমা হল।জানা যায়, দীর্ঘ ১২ বছর আগে সিনেমাটি প্রথম নির্মাণ কাজ শুরু করেন নির্মাতা সোহানুর রহমান সোহান। তখন সিনেমার নাম রাখা হয়েছিল ‘লাভলী: মন বোঝে না’।
 
নির্মাতা সোহানের পরিচালনায় ২০১৩ সালে শ্রীলঙ্কায় শুরু হয় এর প্রথম শুটিং। কিন্তু শুটিং চলাকালে নায়ক আরিফিন শুভ ও প্রযোজকের সঙ্গে মতবিরোধের কারণে তিনি প্রকল্পটি ছেড়ে দেন।পরবর্তীতে শাহাদাৎ হোসেন লিটন কিছু অংশ শেষ করলেও শেষ পর্যন্ত সিনেমার রাশ ধরেন নির্মাতা আয়েশা সিদ্দিকা। নির্মাতা আয়েশার এটি প্রথম পরিচালিত চলচ্চিত্র।
  
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমার পুরো কাজ শেষ করেছেন নির্মাতা আয়েশা। পুরনো নাম বদলে সিনেমার নতুন রাখা হয়েছে ‘মন যে বোঝে না’।সিনেমায় শুভ ও তমা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী ও কাবিলার মতো খ্যাতিমান অভিনয়শিল্পীরা। এই সিনেমা যেন সময়ের গহীনে আটকে থাকা এক অসমাপ্ত স্মৃতি। এক যুগ পর সেই স্মৃতি মুক্তি পেল রুপালি পর্দায়।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২,১৬ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝