প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও তার স্বামী, ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। আজ শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা।ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।
ক্যাটরিনা ও ভিকি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’ এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
গত সেপ্টেম্বরেই ক্যাটরিনা ও ভিকি জানিয়েছেন, তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। যদিও ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। সেই সময়ে এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, বাবা হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। অভিনেতা বলেন, ‘বাবা হওয়া আশীর্বাদের মতো।’ সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভিকি ও ক্যাটরিনার কোলে এল পুত্রসন্তান।২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে পরিবার ও ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২,১৫ জুমাদাল উলা, ১৪৪৭