প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:১৬ পিএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: মুক্তির মিছিলে নাম লেখালেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণা শুরুর ঘোষণা দিতে এসে নিজের অভিজ্ঞতার ঝুলি খুললেন এই নায়িকা।পরীমণি জানান, এই সিনেমায় নিজের পঞ্চাশ বছর বয়সী রূপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।প্রচারণার শুরুতেই ভক্তদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে পরীমণিকে। তিনি জানান, ইনবক্সে ভক্তরাই তাকে ‘ডোডোর গল্প’ মুক্তির খবর পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ এক্সাইটেড উল্লেখ করেন তিনি।
পরীমণি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশনটা যে আপনাদের (ভক্তদের) হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার।‘ডোডোর গল্প’ সিনেমার অভিজ্ঞতাকে ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স’ হিসেবে অভিহিত করেছেন পরীমণি। তার মতে, সিনেমাটির কাজ দুই বছর আগে শেষ হলেও এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।
সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে পরীমণি বলেন, এখানে বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে পঞ্চাশ বছরের বেশি বয়স পর্যন্ত। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক দিয়েছি। আমি ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি যে, কখন এই লুকটা আসবে এবং সিনেমার শেষ অংশটা।তবে সিনেমার গল্প নিয়ে খুব বেশি কিছু এখনই ফাঁস করতে চান না নায়িকা। সংবাদ সম্মেলনের একপর্যায়ে কিছুটা রহস্যময় ভঙ্গিতে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, তাহলে আমি অনেক কিছু বলে দেব।
আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’। জি-সিরিজ প্রযোজিত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।অন্যদিকে ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২,১৪ জুমাদাল উলা, ১৪৪৭