উত্তর অঞ্চলে শীত শুরু ১০ নভেম্বর, সারাদেশে কবে?
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:১৭ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,প্রকৃতি-পরিবেশ ডেস্ক: আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তবে সারাদেশে শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়। সেই সাথে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি বলেও জান সংস্থাটি। 

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের বেশিরভাগ স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।এটি কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কারণ, আগামী ৮ নভেম্বর থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। 

এই সময়টা কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী। ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সকল শাকসবজি চাষ শুরু করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।ঘূর্ণিঝড়ের বিষয়ে সংস্থাটির পূর্বাভাস, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবার ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।তবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টি বলয় আসতে পারে বলে জানায় সংস্থাটি। 

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২,১৪ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝