প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ এএম (ভিজিট : )
আট ইসলামিক দলের পদযাত্রা আজ
তাজাখবর২৪.কম,ঢাকা: দেশে নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশেরও উন্নতি হবে না, অর্থনীতিতেও গতি ফিরবে না বলে অভিমত ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা বুধবার (৫ নভেম্বর) গুলশানের একটি হোটেলে ইংরেজি আয়োজিত অর্থনৈতিক সংস্কারবিষয়ক এক সেমিনারে এই অভিমত ব্যক্ত করেন তারা। সেমিনারে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় শ্রম আইন এবং শ্রমিক সংগঠন গঠনের মতো গুজুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচটি দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দলের পদযাত্রা আজ।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজধানীর পল্টন থেকে এ পদযাত্রা শুরু হবে।
দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা।
এর আগে বৈঠক করেন রাজধানীর পুরানা পল্টনে। সংবাদ সম্মলনে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানায় জামায়াতে ইসলামী। তবে সেই আলোচনায় রেফারি নিয়োগের দাবি জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২,১৪ জুমাদাল উলা, ১৪৪৭