প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩০২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা বলিউড বাদশা শাহরুখ খান আবারো আলোচনার কেন্দ্রে। ৬০ বছর বয়সে পা রাখার পর তার আসন্ন ছবি ‘কিং’ থেকে একটি নতুন লুক সামনে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। ছবিতে শাহরুখ খানকে একদম রাগেড লুকে ধরা দেওয়া অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে তিনি পরিধান করেছেন স্টাইলিশ সুয়েড জ্যাকেট, এলোমেলো চুল এবং ডার্ক শেডস। তার এই নতুন লুক দেখে নেটিজেনরা অনেকেই তুলনা করছেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে।
ছবির প্রথম ঝলকেই শাহরুখকে অ্যাকশন অবতারে দেখা গেছে, যা অনেকেই তুলনা করছেন ব্র্যাড পিটের আসন্ন ‘এফ ১’ ছবির চরিত্রের সঙ্গে। শাহরুখের নতুন লুক, তার রাফ অ্যান্ড সোফিস্টিকেটেড স্টাইল এবং বয়সকে হার মানানো ক্যারিশমা- সব মিলিয়ে অনেকে বলছেন, ইফ ব্র্যাড পিট ইজ ‘এফ ১’, এসআরকে ইজ এফ১ প্লাস বলিউড চার্ম!এতদিন ধরে শাহরুখ খানকে দেখে আসা ভক্তদের মধ্যে একাংশের দাবি, তার এই লুকটি অনেকটাই অনুরূপ ২০১৭ সালের সিনেমা ‘জব হ্যারি মেট সেজল’-এ তার চরিত্রের সঙ্গে। এ ছাড়া অনেকেই মনে করেন, ‘এফ ১’ ছবিতে ব্র্যাড পিটের এই লুক আসলে শাহরুখের পূর্ববর্তী লুকের অনুকরণ হতে পারে।নেটিজেনদের মধ্যে চলছে এই ব্যাপারে উত্তপ্ত আলোচনা। এক ভক্ত এক্স (পূর্বে টুইটার) এ লিখেছেন, এসআরকে লুকস লাইক হি জাস্ট ওয়াকড আউট অব ব্র্যাড পিটস ‘এফ ১’ মুভি - টোটাল বস এনার্জি!
আরেকটি চমকপ্রদ দিক হলো, ‘কিং’* ছবির মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানও প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করবেন। ‘দ্য আর্চিস’* দিয়ে অভিনয়ে অভিষেক হওয়ার পর, এবার বাবা শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন সুহানা। ছবিতে সুহানাকে প্রধান চরিত্রে দেখা যাবে, যা দর্শকদের জন্য একটি বাড়তি আকর্ষণ।যদিও ‘কিং’ ছবির টিজার এখনও প্রকাশ পায়নি, ইন্ডাস্ট্রির সূত্রে জানা গেছে, এটি হবে একটি উচ্চ-অকটেন অ্যাকশন থ্রিলার। ছবির প্লট এবং অ্যাকশন দৃশ্যগুলো ভারতীয় সিনেমাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কিন্তু এই লুকের মধ্যে কোথাও কোথাও ভক্তরা তুলনা করেছেন বহু পুরনো চরিত্রগুলোর সঙ্গে, যেগুলোর মধ্যে শাহরুখের চরিত্রের শারীরিক গঠন এবং স্টাইল ছিল প্রায় একই রকম।
২০০০ থেকে ২০২৫: লুকের বিবর্তন (তথ্য- ইন্টারনেট)
- চাল মেরে ভাই (২০০০): সালমান খানকে এই ধরনের লুকেই দেখা গেছে।
- শিবাজি দ্য বস (২০০৭): রজনীকান্তের মধ্যে এই রাগেড লুক দেখা যায়।
- জব হ্যারি মেট সেজল (২০১৭): শাহরুখ খানকে এই ধরনের লুকেই দেখা গিয়েছিল, যা তার নতুন ছবি ‘কিং’ এর সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে।
- এফ ১ (২০২৫): ব্র্যাড পিটের নতুন ছবিতে একই ধরনের লুক দেখা যাচ্ছে।তবে ‘কিং’ ছবির প্লট ফরাসি ক্লাসিক ‘লিওন: দ্য প্রফেশনাল’ (১৯৯৪) এর অনুপ্রেরণা। মূল ছবিতে জ্যঁ রেনো এক ভাড়াটে খুনির ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি একটি অনাথ কিশোরীকে আশ্রয় দেন। সেই চরিত্রের ভারতীয় সংস্করণে অভিনয় করছেন শাহরুখ খান, যা আরও একবার প্রমাণ করছে, তার এই লুক একেবারে নতুন এবং অভিনব।
‘কিং’ ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, যিনি এর আগে ‘কাহানি’ এবং ‘বদলা’ এর মতো সফল থ্রিলার উপহার দিয়েছেন। ছবিটি প্রযোজনা করছেন শাহরুখের নিজস্ব প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স।
শাহরুখ খান ছাড়াও, এই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জাদ ওয়ারসি, অভয় বর্মা এবং রানি মুখার্জি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২,১৩ জুমাদাল উলা, ১৪৪৭