মহেশখালীতে শিক্ষা উন্নয়নের অনন্য মডেল জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:০০ পিএম  (ভিজিট : )
মহেশখালীতে শিক্ষা উন্নয়নের অনন্য মডেল জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়

মহেশখালীতে শিক্ষা উন্নয়নের অনন্য মডেল জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় জনপদে অবস্থিত জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি হারানো ঐতিহ্য ফিরে পেয়ে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে।

একাধিক উদ্ভাবনী উদ্যোগ ও আধুনিক ব্যবস্থাপনায় বিদ্যালয়টি বর্তমানে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়টি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাসহ সব বিভাগ চালুর সরকারি অনুমোদন লাভ করেছে। ফলে স্থানীয় শিক্ষার্থীরা এখন নিজ এলাকায় থেকেই পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

প্রধান শিক্ষক কাইছার লিটনের উদ্যোগে বিদ্যালয়ে পুনরায় চালু করা হয়েছে ছাত্রাবাস এবং সন্ধ্যাকালীন বিশেষ পাঠের ব্যবস্থা। স্থাপন করা হয়েছে দুটি আধুনিক মাল্টিমিডিয়া ল্যাব, বিজ্ঞান ক্লাব, বিশেষ কম্পিউটার ক্লাস ও ডিজিটাল ফলাফল প্রকাশ ব্যবস্থা। এবারের এসএসসিতে পাশের হার ছিলো ৯৬.২ শতাংশ, যা এমন এলাকার শিক্ষার মানের ব্যাপক দৃষ্টান্ত। 

নৈতিকতা গঠনের অনন্য উদ্যোগ হিসেবে বিদ্যালয়ে চালু হয়েছে ‘সততা স্টোর'  যেখানে শিক্ষার্থীরা শিক্ষকবিহীনভাবে পণ্য কিনে নির্ধারিত স্থানে অর্থ জমা দেয়। এই কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিক্ষার্থীদের মানসিক বিকাশে নিয়মিত আয়োজন করা হচ্ছে আন্তঃশ্রেণি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি রয়েছে নিয়মিত স্কাউট কার্যক্রম, অত্যাধুনিক অডিটোরিয়াম, উন্নত খেলার মাঠ এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা, যা বিদ্যালয়ের শৃঙ্খলা ও সৌন্দর্য বৃদ্ধি করেছে।

বিদ্যালয় প্রাঙ্গণ এখন ফুল ও ফলের বাগানে পরিপূর্ণ। শিক্ষার্থীদের পোশাকে আনয়ন করা হয়েছে আধুনিকতা ও শৃঙ্খলা নতুন ড্রেস কোডে যুক্ত হয়েছে টাই ও কেডস।এদিকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রশাসনের সুপারিশে প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন পেয়েছেন মর্যাদাপূর্ণ 'মাদার তেরেসা সম্মাননা'।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, 'প্রধান শিক্ষকের নিষ্ঠা, নেতৃত্ব ও দূরদর্শিতায় জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় আজ সত্যিকার অর্থে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে'।জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইসার লিটন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'বিদ্যালয় কেবল পাঠদানের কেন্দ্র নয়, এটি স্বপ্ন বুননের একটি পবিত্র ক্ষেত্র। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী বইয়ের জ্ঞানকে জীবনের প্রয়োগে রূপ দিতে শিখুক। তাই আমরা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছি শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল ক্লাসরুম, শিক্ষার্থী মূল্যায়নে নতুনত্ব এবং নৈতিক শিক্ষা জোরদার করেছি।

'আমাদের লক্ষ্য শুধু ভালো ফল নয়, বরং দায়িত্বশীল নাগরিক তৈরি করা। ইতোমধ্যে বিদ্যালয়ের সাফল্যের ধারায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে নিচ্ছে। আমি বিশ্বাস করি, এই বিদ্যালয় একদিন মানসম্পন্ন শিক্ষার আদর্শ মডেল হিসেবে সবার হৃদয়ে স্থান করে নেবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২,১৩ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝