সোমবার ২৯ এপ্রিল ২০২৪

মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: আফরিন-কে মেয়র হিসাবে দেখতে চায় পৌরবাসী
শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ:
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
 মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: আফরিন-কে মেয়র হিসাবে দেখতে চায় পৌরবাসী-ফাইল ফটো-

মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: আফরিন-কে মেয়র হিসাবে দেখতে চায় পৌরবাসী-ফাইল ফটো-

শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে চৌধুরী ফাহরিয়া আফরিন,মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল আহমদ বিপ্লবের স্ত্রী পৌারবাসির দোয়া কামনা করেন। সৎ ,শিক্ষিত, মেধা সম্পন্ন মুন্সীগঞ্জ পৌরসভার অভিভাবক নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়া এবং উন্নয়নেরধারা অব্যাহত রাখতে পারবে বলে আশা পৌরবাসীর। পৌরসভা মেয়র থাকাকালীন ফয়সাল আহমদ বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংগ্রহণ করলে মেয়র পদটি খালি হয়ে যায়। ফয়সাল আহমদ বিপ্লব বিপুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশহণ করে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী এড. মৃণাল কান্তি দাসকে পরাজিত করে তিনি জয়লাভ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী  
মেয়রের শূন্যপদ নির্বাচনের মাধ্যমে পূরন করতে হবে। তাই মুন্সীগঞ্জ পৌরবাসী দাবী ফাহরিয়া আফরিন কে মেয়র হিসেবে দেখতে চান।
মুন্সীগঞ্জ পৌরবাসি তাকে ভোট দিবে, কারন জনগন চায় উন্নয়ন আর জনগনের প্রতি ভালবাসা সেই গুন সংসদ সদস্যের স্ত্রীর রয়েছে। ফাহরিয়া আফরিন এর ঘনিষ্ঠজনরা তাজাখবর-কে জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তার কথা এবং কাজ পৌরবাসির মন জয় কববে ইনশাআল্লাহ। তাছারা রাজনীতি পরিবারের স্ত্রী, রাজনীতি তিনি অনেক আগেই শিখেছেন। বাসার জনগন তার আপ্যায়নে অনেক খুশি। সাংসদের মা যেমন কোন নেতা-কর্মিকে বাসা থেকে না খেয়ে আসতে দেয়নি। ঠিক তার স্ত্রীও তার মায়েরমত নেতা-কর্মির সাথে সুন্দর আচরন করেন, সবচেয়ে মজার ব্যাপার হলো- কোন কর্মি সংসদের বাসায় গেলে আগে খাওয়া পরে কর্মির কথা শুনেন। যদি সাংসদের স্ত্রী কর্মির সমস্যা সমাধান করতে পারে সাথে করে দেয়। আর একটু সমস্য দেখা দিলে সাংসদের সহযোগিতা নিয়ে থাকেন। একেই বলে একজন রাজনীতিবিদদের স্ত্রীর গুন। ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভাকে গুছিয়ে রেখেছেন আগে থেকেই তিনি যদি ওয়াদা করেন তার ওয়াদা ঠিক রাখেন। তবে নির্বাচিনের বিষয়ে সাংদের স্ত্রীর সাথে কোন কথা বলা
যায়নি কারন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তবে মুন্সীগঞ্জ পৌরসভায় গুঞ্জন রয়েছে সাংসদের স্ত্রীকে পৌরসভার মেয়র নির্বাচিত করলে উন্নয়নের ধারা থকেবে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে বলে দাবী মুন্সীগঞ্জবাসীর। মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন আগামী ৯ মার্চ হওয়ার কথা রয়েছে।  


তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ২৮ জানুয়ারি ২০২৪,১৪ মাঘ ১৪৩০,১৬ রজব ১৪৪৫

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝