মুন্সীগঞ্জ পৌরসভা: উপ-নির্বাচনে আরফিন এর বিকল্প নেই
শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ:
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ পৌরসভা: উপ-নির্বাচনে আরফিন এর বিকল্প নেই-ফটো- সংগৃহিত
শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে চলছে নানা ধরনের হিসাব নিকাশ তবে মাহাতাবউদ্দিন কল্লোল ও আরিফুর রহমান প্রার্থী হলেও পৌরবাসি স্বপ্ন দেখছে চৌধুরী ফারিয়া আফরিনকে ঘিরে আগামী ৯ মার্চ নির্বাচনে সাধারন জনগন আশা করছে। বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ। পৌরসভার ৯টি ওয়ার্ডে রয়েছে চৌধুরি আফরিন এর রয়েছে ভোট ব্যাংক। মানুষ এখন টাকায় ভোট দেয়না, সাধারন জনগনের পাশে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে। গত উপজেলা নির্বাচনে কল্লোল কোটি টাকা খরচ করেও ফয়সাল আহমদ বিপ্লব এর চাচা আনিসুজ্জামান আনিসের কাছে পরাজিত হয়েছেন। এবার আসছে আবার মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে। বিভিন্ন চায়ের দোকান ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক, মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন অংগ-সংগঠন নেতারা মনে করেন কল্লোলের চেয়ে যোগ্য প্রার্থী সংসদ সদস্য ফয়সাল আহমদ বিপ্লবের সহধর্মনী চৌধুরী ফারিয়া আফরিন। তিনি সৎ, শিক্ষিত, অমায়িক, জনবান্ধব ও সাধারন জনগনের চাওয়া-পাওয়া তিনিই পূর্ণ করতে পারবে বলে আশাবাদী সাধারন ভোটাররা। বর্তমান সরকারের উন্নয়নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক পৌরসভা গড়তে আফরিন এর বিকল্প নেই। প্রার্থীতা বাছায়ে পৌরবাসি ভুল করলে উন্নয়নের ধারাবাহিকতার ব্যাঘাত হবে। গুনতে হতে পারে মাশুল বলে অভিজ্ঞ মহলের ধারণা।
তাজাখবর২৪.কম: ঢাকা রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪,৫ ফাল্গুন ১৪৩০, ০৭ শাবান ১৪৪৫