সোমবার ২৯ এপ্রিল ২০২৪

চোর সন্দেহে পিটিয়ে স্বামীকে হত্যা,স্ত্রীকে আহত
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
চোর সন্দেহে পিটিয়ে স্বামীকে হত্যা,স্ত্রীকে আহত

চোর সন্দেহে পিটিয়ে স্বামীকে হত্যা,স্ত্রীকে আহত

মোঃ আবেদ আলী,তাজাখবর২৪.কম,বীরগঞ্জ (দিনাজপুর): বীরগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে স্বামীকে হত্যা ও স্ত্রীকে আহত করেছে সন্ত্রাসীরা।উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গুচ্ছ গামের মহির উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ২৯ ডিসেম্বর শুক্রবার ভোর রাতে একই এলাকার পশ্চিম ভোগডমা গ্রামের ফজর আলীর ছেলে (ঢাকায় রিক্সা চালক) শাহাবুদ্দিন (৩৮) ও তার স্ত্রী রোজিনা (২৮)কে বাড়ী থেকে ধরে বেধে পাশ্ববর্তী আলিম উদ্দিনের বাড়ীতে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে চোর সন্দেহে মারপিট করতে থাকে। এ সংবাদ পেয়ে দুপুর ১২টার সময় পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তম আলীর নেতৃত্বে ১০/১২জন মেম্বার ও গ্রাম পুলিশ উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। নিরুপায় ইউনিয়ন পরিষদ পুলিশকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়। সন্ত্রাসীরা পুলিশের উপর চড়াও হয়ে তাদেরকে আটকে রেখে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়। শাহাবুদ্দিনে শরীরের বিভিন্ন কেটে লবন ও পটাশ সার লাগিয়ে নির্যাতন চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শাহাবুদ্দিন মারা য়ায়। নিহত শাহাবুদ্দিনের স্ত্রী রোজিনাকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোজিনা জানান, সন্ত্রাসীরা তাদের ২টি সন্তানকে হত্যা করার জন্য বাড়ী বাড়ী তল্লাশী চালিয়েছে তাদেকে ধরতে পারলে হত্যা করত।
পুলিশ ঘটনার সাথে জরিত সন্দেহে ভোগডমা গ্রামের আবু বক্করের ছেলে রকিুল ইসলাম (৩৪)কে গ্রেফতার করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত নিহত শাহাবুদ্দিনের লাশ দিনাজপুর এম রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য, আলিম উদ্দিনের শোওয়ার ঘরের জানালা ভেঙ্গে ২ লক্ষ ১৯ হাজার টাকা ঘটনার রাতে চুরি হওয়াকে কেন্দ্র করে শাহাবুদ্দিনকে সন্দেহ করা হয়।


তাজাখবর২৪.কম: ঢাকা শনিবার ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬ পৌষ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝