শুক্রবার ৩ মে ২০২৪

৫৭ ধারার মামলায় শাহজালালে ব্লগার গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
৫৭ ধারার মামলায় শাহজালালে ব্লগার গ্রেপ্তার-ফাইল ফটো-

৫৭ ধারার মামলায় শাহজালালে ব্লগার গ্রেপ্তার-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূরের বিরুদ্ধে নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বরগুনার আমতলী থানায় মামলা রয়েছে।
বরগুনা এসপি বিজয় বসাক জানান, ২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যার পর তাকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আসাদ নূরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে আমতলি থানায় একটি মামলা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে তার বিষয়ে জানিয়ে রাখা হয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার নেপাল যাওয়ার খবর নিশ্চিত হয়ে সোমবার বরগুনা পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, আসাদ নূরের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে গত ১১ জানুয়ারি আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক।
২৬ ডিসেম্বর মঙ্গলবার তাকে মামলায় গ্রেপ্তারের পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান বরগুনার এসপি বিজয় বসাক।

তাজাখবর২৪.কম: ঢাকা মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০১৭, ১২ পৌষ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝