মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

রাজাকার ও জঙ্গিদের নিয়ে খালেদা জিয়া চক্রান্তের রাজনীতি করছেন: ইনু
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | অনলাইন সংস্করণ
রাজাকার ও জঙ্গিদের নিয়ে খালেদা জিয়া চক্রান্তের রাজনীতি করছেন: ইনু-ফাইল ফটো-

রাজাকার ও জঙ্গিদের নিয়ে খালেদা জিয়া চক্রান্তের রাজনীতি করছেন: ইনু-ফাইল ফটো-

তাজাখবর২৪.কম,কুষ্টিয়া: “পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে জেনারেল জিয়া এবং খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ, রক্তাক্ত পথ, সাম্প্রদায়িকতার পথ এবং মিথ্যা রাজনীতির পথ। রাজাকার ও জঙ্গিদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চক্রান্তের রাজনীতি করছেন।
১ ডিসেম্বর শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলের জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এই স্বাধীন বাংলাদেশে সরাসরি রাজাকার ও জঙ্গি সন্ত্রাসীদের পক্ষ হয়ে চক্রান্তের রাজনীতি করছেন।”বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি এখনও সক্রিয়। এখনও বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের রক্তাক্ত পথে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে।
বাংলাদেশ যতদিন পর্যন্ত সাম্প্রদায়িকতা মুক্ত হবে না ততদিন পর্যন্ত মুক্তিযোদ্ধারা যথাযথভাবে সম্মান পাবে না বলে মনে করেন এই জাসদ নেতা।
অপরদিকে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেত্রী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে বাংলাদেশের পথে ক্রমাগত নিয়ে যাওয়ার জন্যে বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন। বাংলাদেশকে বাংলাদেশের পথে চালিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে শেখ হাসিনার পক্ষে অটল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


তাজাখবর২৪.কম: ঢাকা শুক্রবার ০১ ডিসেম্বর ২০১৭, ১৭ অগ্রাহায়ণ ১৪২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: আর কে ফারুকী নজরুল, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
ও বাণিজ্যিক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝