প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:১৯ পিএম (ভিজিট : )
মানিকগঞ্জে বালিরটেক বাজারে ১৫০ তম বাৎসরিক গাঁওয়ালের সিন্নি অনুষ্ঠিত
দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: ৩০ অক্টোবর বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী বালিরটেক বাজারে প্রায় ১৫০ তম বাৎসরিক পবিত্র গাঁওয়ালের সিন্নি অনুষ্ঠিত হয়েছে। গাঁওয়ালের সিন্নির খাদেম মোঃ খোরশেদ দেওয়ান ( ৮০) বলেন, দেশের মধ্যে কেউ যেন মারামারি রোগে আক্রান্ত না হয়। তাই মহান আল্লাহ্ পাকের উপর ভরসা করে আমরা এলাকার জনগণ মিলে এই সিন্নি করি ।
আমারা সবাই মিলে ৫০ বৎসর ধরে গাঁওয়ালের সিন্নি করে থাকি। আমার পিতা মরহুম কলিমুদ্দিন জীবিত অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ৫০ বৎসর গাঁওয়ালের সিন্নি করেছেন।আমার পিতার কাছে শুনেছি তাঁরো পূর্বে পূর্ববর্তী মুরুব্বিরা গাঁওয়ালের সিন্নি করেছেন। সরেজমিনে দেখা গেছে, অনুষ্ঠানে উপস্থিত দেলোয়ার বক্স , ফারুক হোসেন , প্রবাসী মোঃ কামরুল হোসেন, মোঃ সমসের আলী, রশিদ বেপারী, লাল মিয়া, শুকুর আলীসহ স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ। স্থানীয়দের এমন মহতী উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, বালিরটেক বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, আমারা ছোট বেলা থেকে দেখেছি এই বাজারে গাঁওয়ালের সিন্নি হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় সবাই মিলে মিশে এই সিন্নির সার্বিক সহযোগিতা করে।
তাজাখবর২৪.কম,ঢাকা:বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২,৭ জুমাদাল উলা, ১৪৪৭