ঘুরে দাঁড়ানোর ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৩২ এএম  (ভিজিট : )
বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট দল।

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ব্যর্থতা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসবে একাধিক পরিবর্তন। শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল। ম্যাচের আগের দিন হোটেলেই জিম আর রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। অন্যদিকে, অনুশীলনে ঘাম ঝরিয়েছে ক্যারিবীয়ানরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলটার সাফল্যের কথা কে না জানে। সেই দলটাই যেনো এখন নিজেদের হারিয়ে খুঁজছে। তাইতো প্রথম জয়ের পরও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্যারিবীয়ান শিবিরে। ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টা পরই হাজির অনুশীলনে।অন্যদিকে, টাইগারদের প্রথম ম্যাচের ধাক্কাটা ছিলো বেশ বড়। ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ-লিটনদের অসহায় আত্মসমর্পণ। টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরম্যান্স। সেখান থেকেই এবার সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন।

সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন। তিন ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি খেলা মোস্তাফিজ পেতে পারেন বিশ্রাম। তাসকিনকে নিয়েও আছে সেই একই ভাবনা। কম্বিনেশনে তিন স্পিনারের সাথে দুই পেসার থাকতে পারে। শামীমের জায়গায় জাকের আলীকে ফেরানোর সম্ভাবনাটাও জোরালো। প্রথম ম্যাচের দিন রাতেই প্রিয় শিষ্যকে লম্বা সময় অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন। বোঝানোর চেষ্টা করেছেন তার ভুলগুলো কোথায়।এর আগে টানা চার সিরিজ জয়ে এই ফরম্যাটে টাইগাররা দেখাচ্ছিলো বড় স্বপ্ন। কিন্তু এবার ঘরের মাঠেই সিরিজ হারের সামনে লিটনের দল। তবে সিরিজে বাঁচা-মরার ম্যাচে চাইবে সেরা ছন্দ ফিরে পেতে।

দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

তাজাখবর২৪.কম,ঢাকা:বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২,৬ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝