তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশের সমসাময়িক রাজনীতির বিভিন্ন ইস্যু এবং সম্প্রতি আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হতে পারে।