তাজাখবর২৪.কম,ঢাকা: শরীয়তপুরে টয়লেটে যাওয়ার পথে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশবৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই এলাকার মৃত আনু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৩৫) এবং মৃত হাফেজ বেপারীর ছেলে আফসের বেপারী (৪০)। পেশায় তারা কৃষক। মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন ওই নারী। এ সময় টয়লেটে যাওয়ার পথে অভিযুক্ত ইকবাল ও আফসের তাকে জোরপূর্বক ঘরের পেছনের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে তার জ্ঞান ফিরে আসে। পরে বিকেলে তিনি বাদী হয়ে দুই অভিযুক্তের নামে পালং মডেল থানায় মামলা দায়ের করেন।অভিযোগ অস্বীকার করে ইকবাল সিকদার বলেন, আমরা ওই নারীকে ধর্ষণ করিনি। পরে শুনি আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে।শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুস্মিতা বলেন, ওই নারীর ‘ভ্যাজাইনাল ডিসচার্জ’ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না।পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।