তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: সবশেষ গত মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।সেই হিসেবেই বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্রি হবে সোনা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আজ থেকে এক লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম বর্তমানে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।