নোয়াখালীতে বিসিএস ৩২-৩৭ তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের সহকারী অধ্যাপকে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২২ পিএম  (ভিজিট : )
নোয়াখালীতে বিসিএস ৩২-৩৭ তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের সহকারী অধ্যাপকে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বিসিএস ৩২-৩৭ তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের সহকারী অধ্যাপকে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন

তাজাখবর২৪.কম,নোয়াখালী: বিসিএস ৩২ থেকে ৩৭তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী। রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রেসক্লাবের আব্দুল কচি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলার ৮টি কলেজের ৩২ থেকে ৩৭ তম ব্যাচের প্রভাষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী জেলা ইউনিটের সদস্য সচিব আজগর হোসাইন এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ও চৌমুহনী সালেহ আহমদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম'সহ জেলার ৮টি সরকারি কলেজের প্রভাষক বৃন্দ । বক্তারা বলেন, সরকার যায়, সরকার আসে, বিপ্লব হয়, কিন্তু শিক্ষায় বৈষম্য নিরসন হয় না বরং বনসাই হয়ে রয়। ২৪ এর বিপ্লব পরবর্তী প্রায় সব ক্যাডারের যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। কোনো কোনো ক্যাডারকে একাধিক ভূতাপেক্ষ পদোন্নতিও দেওয়া হয়েছে। 

অথচ শিক্ষা ক্যাডারে আমরা প্রভাষকরা ৫ বছরের পদোন্নতি ১২বছরেও পাচ্ছিনা। এটি শুধু আমাদের সাথে বৈষম্য নয় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও অপপ্রয়াস। তারা আরও বলেন, অতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন করতে হবে, ১২ নভেম্বরের মধ্যে ৩৭ তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করতে হবে, ৩৭ তম ব্যাচ পর্যন্ত যোগ্য সকলকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অনতিবিলম্বে সুপারনিউমারির পদসৃজন করতে হবে, পদোন্নতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রæত সময়ের মধ্যে পদ আপগ্রেডেশন করতে হবে। আগামী ১২ ই নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামী ১৬ই নভেম্বর থেকে যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি জিও না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান শুরু হবে। 'ঘড় চৎড়সড়ঃরড়হ ঘড় ডড়ৎশ' কর্মসূচি পালন করবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২,১৭ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝