'জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে রাজপথে ভক্তরা
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম  (ভিজিট : )
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাজপথে ভক্তরা। ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাজপথে ভক্তরা। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক:গাজীপুর সদরের শিববাড়ি মোড়ে শনিবার (৮ নভেম্বর) দুপুরে 'জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে মানববন্ধন করেন সারাদেশ থেকে আগত সালমান শাহ ভক্তরা।কাশিমপুর, গাজীপুর মহানগর ও সালমান শাহ স্টেশন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রিয় নায়কের হত্যার বিচার চান তার ভক্তরা।

এর আগে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্টু বিচারের দাবিতে শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি দেখা যায়।ভক্তদের অভিযোগ, দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার না করায় ন্যায়বিচার ধীরগতি। তাদের দাবি, আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়।
 
২০ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঐদিনই রমনা থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।ঢালিউডের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যুতে কেঁদেছিল সিনে প্রেমিরা, আজও তার ভক্তরা ন্যায়বিচারের আশায় পথ চেয়ে রয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২,১৭ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝