তাজাখবর২৪.কম,ঢাকা: তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রাখবেন শিক্ষকরা।
এর আগে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন।এ ঘটনার পর সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। একইসঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।