গারো পাহাড়ে বনহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের দাবি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

তাজাখবর২৪.কম,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড় অঞ্চলের কোচ, গারো, হাজং, বর্মন ও সনাতন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশের সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।সভায় প্রধান অতিথি ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান। এছাড়া বক্তব্য দেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম ম্রং, উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, শেরপুর জেলা আদিবাসী সংসদের সাংগঠনিক সম্পাদক সুবাষ চন্দ্র বিশ্বাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।উন্মুক্ত আলোচনায় বক্তারা গারো পাহাড়ে চলমান বনহাতির আক্রমণ, পাহাড়ি এলাকার ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, কৃষিজমি দখল, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাহমুদুল হক রুবেল বলেন, “গারো পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি নির্বাচিত হলে এই এলাকার সমস্যা সমাধনকে অগ্রাধিকার দেব।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২,১৬ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝