পপি সিড বা পোস্ত দানা কী, কেন এটির আমদানি নিষিদ্ধ?
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম  (ভিজিট : )
পোস্ত দানা বা পপি সিড। ফাইল ছবি

পোস্ত দানা বা পপি সিড। ফাইল ছবি

তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: বাঙালি হেঁশেলের অতি পরিচিত মসলা, রান্নার স্বাদ বাড়ানোর এক নিত্য অনুষঙ্গ—পোস্ত দানা। অথচ সেই সাধারণ বীজই এখন আন্তর্জাতিক চোরাচালানের এক চাঞ্চল্যকর অধ্যায়। চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ পোস্ত দানা বা পপি সিড আটকের ঘটনা ফের একবার সামনে এনেছে এক প্রাচীন রহস্য! কেন এই নিরীহ বীজটি বাংলাদেশে আমদানি নিষিদ্ধ? উত্তর লুকিয়ে আছে তার উদ্ভিদগত আত্মীয়তার গভীরে—যেখানে মিশে আছে আফিম, মাদক ও ইতিহাসের দীর্ঘ পথ।

সম্প্রতি মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড (পোস্ত দানা) আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস। এই ঘটনার পরই অনলাইন জগতে কৌতূহল দেখা দিয়েছে—পোস্ত দানা খেলে কী হয়, আর কেনই বা তা আমদানি নিষিদ্ধ?উদ্ভিদ হিসেবে পপি সিড হাজার বছরের পুরনো। নেচার সাময়িকীর নিবন্ধ ও বাংলাপিডিয়া সূত্রে জানা যায়, পশ্চিম ইউরোপে অন্তত পাঁচ হাজার নয় শ বছর আগে এবং নিয়ান্ডারথাল মানুষদের সঙ্গে প্রায় ত্রিশ হাজার বছর আগে থেকেই এই উদ্ভিদের চেনাজানা ছিল। এমনকি, ফারাও তুতেনখামুনের মমির পোশাক ও অলংকারেও পপির মর্যাদাপূর্ণ অবস্থান ছিল।

নানা প্রজাতির পপির মধ্যে প্যাপাভার সোমনিফেরাম প্রজাতিটি পপি হিসেবে বেশি পরিচিতি পেয়েছে। কারণ, এই উদ্ভিদ থেকেই তৈরি হয় অপিয়াম বা আফিম। আফিম ছাড়াও মরফিন, হেরোইন ও কোডিনের মতো শক্তিশালী ব্যথানাশক ওষুধ বা মাদকের উৎস এই পপি।তবে, পোস্ত দানা বা বীজ সরাসরি মাদক নয়। আফিম ও অন্যান্য ওষুধ তৈরি হয় পপির ফলের গায়ে আঁচড় কেটে সংগ্রহ করা রস থেকে। তবে রস সংগ্রহের সময় বীজেও সামান্য মাদকের উপাদান লেগে যাওয়া অসম্ভব নয়।

যে কারণে নিষিদ্ধ আমদানি:
বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে, ক শ্রেণির মাদকদ্রব্যের শীর্ষে রাখা হয়েছে ‘অপিয়াম পপিগাছ, অপিয়াম পপি ফল কিংবা অপিয়াম পপির অঙ্কুরোদগম উপযোগী বীজ।’ অঙ্কুরোদগম উপযোগী বীজ হলে তা থেকে পপি চাষ করা সম্ভব, তাই এটিকে নিষিদ্ধ করা হয়েছে।

মাদক আইনে নির্দিষ্টভাবে অঙ্কুরোদগম উপযোগী বীজের কথা বলা হলেও বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের পপি সিড বা পোস্ত দানাকেই আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকায় রেখেছে। মন্ত্রণালয়ের আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, ‘মসলা অথবা অন্য কোনোভাবেও পোস্ত দানা আমদানিযোগ্য হইবে না।আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের মসলার দোকান থেকে শুরু করে সাধারণ মুদি দোকানেও পোস্ত দানা পাওয়া যায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আটক হওয়া বিপুল চালানের মতো ঘটনা এই প্রশ্নের জন্ম দেয় যে, নিষিদ্ধ পণ্যটি ঠিক কীভাবে দেশের বাজারে প্রবেশ করছে।সূত্র: বিবিসি বাংলা

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২,১৬ জুমাদাল উলা, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
🔝