প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:১৪ পিএম (ভিজিট : )
ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। সংগৃহীত ছবি
তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানী ঢাকার টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাসটি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটি উদ্বোধনের পর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।এর ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ এবং ট্রেন আসার কারণে রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ার অবসান ঘটলো।প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, এই আন্ডারপাসটির উদ্বোধন করেন। এ সময় আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন উপস্থিত ছিলেন।
নতুন এই আন্ডারপাসটির নিচ দিয়ে থাকা ৬ লেনের সড়কের মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়িগুলো এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়া, রাস্তার দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থা রাখা হয়েছে। এখন থেকে উপরে রেল এবং নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারবে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতেন, এই অঞ্চলে মাত্র আধা কিলোমিটার পথ পেরোতেই ট্রেন আসা-যাওয়ার কারণে সৃষ্ট দীর্ঘ যানজটের কারণে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতো। অনেকেই যানজট এড়াতে খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতেন।
এই আন্ডারপাসটি খুলে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হচ্ছে। এটি মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগন্যালে আর আটকে থাকতে হবে না। যদিও কেউ কেউ এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির সঠিক রক্ষণাবেক্ষণের দিকে নজর রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডারপাসটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হবে। তবে, কমলাপুরে মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুবিধা পেতে কিছুটা সময় লাগবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২,১৬ জুমাদাল উলা, ১৪৪৭