শাহআলম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ১৫ই আগস্ট শান্তিপূর্নভাবে পালন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবার ১৫ই আগষ্ট মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজ এর আয়োজন করে বঙ্গবন্ধুর স্বপরিবারের জন্য দোয়া করা হয়েছে। গাজারিয়া উপজেলা, সদর উপজেলার বিভিন্নপয়েন্টে কাঙ্গালি ভোজের আয়োজন করে গরিব দুখদের মাঝে বিতরন করা হয়েছে। সার্বিক তদারকি করেন মেয়র, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যসহ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মহিউদ্দন। সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে কাচারি চত্তরে। মুন্সীগঞ্জ তিন আসনের আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মিরা খুশি। চরাঞ্চলের ৫টি ইউনিয়নেও ১৫ই আগস্ট পালন করা হয়েছে। তাছরা প্রতিটি মসজিদে বঙ্গবন্ধু ওতার পরিবারের জন্য দোয়া করা হয়েছে। ২২ আগষ্ট চিতলিয়া বাজারে বর্তমান সংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারিররা ১৫ই আগষ্ট পালন করেছে চিতলিয়া বাজার কমিটির সভাপতি কাজলের নেতৃত্বে।
তাজাখবর২৪.কম: বুধবার, ২৩ আগস্ট ২০২৩ ৮ ভাদ্র ১৪৩০,০৫ সফর ১৪৪৫